অক্রিয়াযুক্তা
বানান বিশ্লেষণ: অ+ক্+র্+ই+য়্+আ+য্+উ+ক্+ত্+আ
উচ্চারণ: [অক্.ক্রি.আ.জুক্.তো] [
ɔk.kri.a.ɟuk.t̪a]
শব্দ-উৎস: সংস্কৃত অক্রিয়াযুক্তা> বাংলা অক্রিয়াযুক্তা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: পদ: বিশেষণ
অর্থ: কুকর্মে অনুরক্ত বা কুকর্মে অভ্যস্থ
সমার্থক শব্দাবলি:
অক্রিয়ানিরতা, অক্রিয়ান্বিতা, অক্রিয়াপরা, অক্রিয়াযুক্তা, অক্রিয়ারতা, অক্রিয়াসক্তা।্ত।
বিপরীতার্থক শব্দ: