অণিমা

বানান্ বিশ্লেষণ: অ+ণ্+ই+ম্+আ
উচ্চারণ:
oi.ma (ও.নি.মা)
শব্দ-উৎস: সংস্কৃত অণীমা> বাংলা অণীমা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অণু (সূক্ষ্ম)+ইমন্ (ইমনিচ্)

পদ: বিশেষ্য
১. অর্থ: যাতে অণুতুল্য সূক্ষ্ম ভাব আছে।
সমার্থক শব্দাবলি: অণিমা, অণুত্ব, অণুভাব, সূক্ষ্মতা

২. অর্থ: এমন একটি যোগসাধনাজাত ক্ষমতা, যার সাহায্যে যোগীরা সূক্ষ্মদেহধারণ করে ভ্রমণ করতে পারেন।
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {তাল |ছন্দ | দোলা| সাঙ্গীতিক সময় | সময় | সত্তাগুণ | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
অর্থ: ভারতীয় সঙ্গীতের মধ্যযুগীয় ১৩ মাত্রা বিশিষ্ট দেশী তাল।
               [দ্রষ্টব্য: অণিমা তাল]

সূত্র: