অন্যভৃৎ
বানান বিশ্লেষণ: অ+ন্+য+ভ্+ঋ+ৎ
উচ্চারণ:
[on.no.bʰrit̪ ] [ওন্.নো.ভৃৎ]।
শব্দ-উৎস: সংস্কৃত  অন্যভৃৎ> বাংলা  অন্যভৃৎ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অন্য (অপর)+ ভৃৎ (পালক)=উপপদ তৎপুরুষ সমাস।
পদ: বিশেষ্য

অর্থ: অন্যের পালক এই অর্থে কাক নামক পাখি। [বিশ্বকোষ কাক ]
সমার্থক শব্দাবলি: অন্যভৃৎ, কাক, বায়স


সূত্র: