অন্যভৃৎ
বানান বিশ্লেষণ: অ+ন্+য+ভ্+ঋ+ৎ
উচ্চারণ: [on.no.bʰrit̪ ]
[ওন্.নো.ভৃৎ]।
শব্দ-উৎস:
সংস্কৃত অন্যভৃৎ>
বাংলা অন্যভৃৎ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অন্য (অপর)+
ভৃৎ (পালক)=উপপদ তৎপুরুষ সমাস।
পদ:
বিশেষ্য।
অর্থ: অন্যের পালক এই অর্থে
কাক নামক
পাখি। [বিশ্বকোষ
কাক
]
সমার্থক শব্দাবলি: অন্যভৃৎ, কাক, বায়স
সূত্র:
- বঙ্গীয় শব্দকোষ
(প্রথম খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য অকাদেমী। ২০০১।
-
বাঙ্গালা ভাষার অভিধান
(প্রথম ও দ্বিতীয় খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০।
- শব্দবোধ অভিধান।
আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।
- সরল বাঙ্গালা অভিধান।
সুবলচন্দ্র মিত্র।