আধার
বানান বিশ্লেষণ : +ধ্+আ+র্+অ।
উচ্চারণ:
a
.d̪ʰar (আ.ধার্)

শব্দ-উৎস: বৈদিক ও সংস্কৃত আধার>বাংলা আধার
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
আ (টাপ্)+ধার  {ধারি ={ধৃ +ই (ণিচ)} + অ (অচ্), কর্তৃবাচ্য
পদ: বিশেষ্য

১. ঊর্ধ্বক্রমবাচকতা | { অবস্থান-বিন্দু | অবস্থান  | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }

অর্থ: যে কোনো বিষয়ের এমন একটি সুনির্দিষ্ট অবস্থানগত দশা, যা ওই বিষয়ের উৎস হিসেবে বিবেচিত হয়।
সমার্থক শব্দাবলি: আধার, উৎস, সার।
ইংরেজি: beginning, origin, root, rootage, source

যুক্তশব্দ:


সূত্র :