আল্লাহ
বানান বিশ্লেষণ: আ+ল্+ল্+হ্।
উচ্চারণ:
al.lah (আল্.লাহ্)
শব্দ-উৎস: আরবি আল্লাহ্> বাংলা আল্লাহ।
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { পরমসত্তাঅতিপ্রাকৃতিক সত্তাবিশ্বাসপ্রজ্ঞা | জ্ঞান | অভিজ্ঞা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
অর্থ: ইসলাম ধর্ম মতে এক এবং অদ্বিতীয় পরমসত্তা। তবে ইসলাম ধর্ম প্রতিষ্ঠার বহু আগে থেকেই এই আল্লাহ শব্দটি আরবি ভাষাভাষী অঞ্চলে প্রচলিত ছিল।

কিন্তু আরবের ধর্মবিশ্বাসের ক্রমবিবর্তনের ধারা অনুসরণ করলে দেখা যায়, ইসলামী যুগের ৫০০ বৎসর আগে সাফা লিপিতে এবং ষষ্ঠ শতাব্দীতে সিরিয়ার অন্তর্গত উম-আল-জিমাল নামক স্থানে আরবীতে হাল্লাহ নাম পাওয়া যায়। মক্কা নগরীর অধিবাসীদের কাছে হাল্লাহ শব্দটি আল্লাহ-তে পরিণত হয়।

আরবদেশের পৌত্তালিকদের ভিতরে আল্লাহ ছিল সবচেয়ে শক্তিমান দেবতা এবং  অন্যান্য দেবতারা ছিল আল্লাহর অনুগত। তারা মনে করতো জ্বিন জাতির সাথে আল্লাহর আত্মীয়তা ছিল। ইসলাম ধর্ম প্রচারের বহু আগে থেকেই দক্ষিণ আরবের দুটি শিলালিপিতে (আল উলা ও সাবায়ী শিলালিপি) আল্লাহ নামটি পাওয়া যায়। খ্রিষ্টপূর্ব পঞ্চম শতাব্দীতে লিহ্‌য়ানইট শিলালিপিতে এইচ এল এইচ আকারের লিখন পাওয়া গেছে। ধারণা করা হয় সিরিয়া থেকে লিহয়ানবাসী আল্লাহ'র ধারণা লাভ করেছিল। সে সময়ে এই স্থানটি একটি পবিত্র ধর্মস্থান হিসেবে বিবেচিত হত।

মধ্যপ্রাচ্যের পৌরাণিক কাহিনিতে পাওয়া যায়- কুরাইশদের কাছে আল্লাহ নামক দেবতা ছিল। লা'ত, উজ্জা এবং মানাত নামক তিনটি কন্যা ছিল। আরবের কুরাইশদের ভিতরে আল্লাহ ছিলেন সবচাইতে সম্মানিত দেবতা। এই কারণে এরা অনেকে পুত্র সন্তানের নাম রাখতে আব্দুল্লাহ (আল্লার দাস)। উল্লেখ্য হজরত মুহম্মদ (সাঃ)-এর পিতার নাম ছিল আব্দুল্লাহ।

হিব্রু ও আরামাইক ভাষায় শব্দমূল হিসেবে পাওয়া যায়-এলাহা ܐܠܗܐ বা আলাহা ܐܲܠܵܗܵܐ । এ সকল ভাষায় এই শব্দের  অর্থ 'একেশ্বর'। আরামাইক ভাষায় এই শব্দটি খ্রিষ্টান এবং ইহুদিরা ব্যবহার করতো পরমস্রষ্টা অর্থে। সেমেটিক ভাষাগোষ্ঠীর আরামাইক ভাষার এলাহা এই শব্দমূল আরবি ভাষায় প্রবেশ করেছিলে 'ইলাহা' হিসেবে। এই শব্দমূল থেকে আরবি শব্দ আল্লাহ তৈরি হয়েছে। সেই কারণে ইসলাম ধর্ম আবির্ভাবের পূর্বে আরবদেশের খ্রিষ্টানরা 
Allāh al-ʾab (الله الأب) শব্দ ব্যবহার করতো। এর অর্থ পুত্র ঈশ্বর।

ইসলাম ধরম প্রবর্তনের পূর্বে আরবি-ভাষী খ্রিষ্টানরা একেশ্বর হিসেবে আল্লাহ শব্দ ব্যবহার করতো। ইসলাম ধর্মের শুরু থেকেই এক এবং অদ্বিতীয় সত্তা হিসেব আল্লাহ নামটি গ্রহণ করা হয়েছিল এবং অদ্যাবধি তা প্রতিষ্ঠিত রয়েছে। এছাড়া গুণবাচক শব্দ হিসেবে আল্লাহ-কে আরও ৯৮টি নামে অভিহিত করা হয়। আল্লাহ-সহ এই নামের সংখ্যা দাঁড়ায় ৯৯টি।
        [দেখুন: আল্লাহর ৯৯টি নামের তালিকা]

সমার্থক শব্দাবলি: ইসলাম ধর্মে যে অর্থে আল্লাহ শব্দ ব্যবহৃত হয়, তার সমতূল্য নাম পাওয়া বিভিন্ন ধর্মে, বিভিন্ন ধর্মে। এই বিচারে সমনাম হিসেবে যে নামগুলো পাওয়া যায়, তা হলো-

সূত্র: