পদ:
১. বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { | ব্যাকরণগত শ্রেণি | সমধর্মী সংকলন | সংকলন | দল | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা |}
অর্থ: বাংলা ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ। ক্রিয়ার সাথে কর্তা প্রভৃতির অন্বয়।২. বিশেষণ
অর্থ: যা বলা হবে বা বলার যোগ্য।
সমার্থক শব্দাবলি: কথনযোগ্য, কথনীয়, কথ্য, বচনীয়, বক্তব্য, বাচ্য, ভাষণ।
বিপরীতার্থক শব্দ: অবাচ্য
অব্যয়জাত শব্দ: অবাচ্য।
সূত্র :