বাচ্য
বানান্ বিশ্লেষণ : ব্+আ+চ্+য্+অ
উচ্চারণ:
bac.co (বাচ্.চো)
শব্দ-উৎস: সংস্কৃত বাচ্য> বাংলা বাচ্য
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অ - √বচ্ (কথন)  (বলা)+ য (যৎ), কর্মবাচ্য

পদ:

১. বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { | ব্যাকরণগত শ্রেণি | সমধর্মী সংকলন | সংকলন | দল | বিমূর্তন | বিমূর্ত-সত্ত  | সত্তা |}
অর্থ: বাংলা ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ। ক্রিয়ার সাথে কর্তা প্রভৃতির অন্বয়।

২. বিশেষণ
অর্থ:
যা বলা হবে বা বলার যোগ্য।
সমার্থক শব্দাবলি: কথনযোগ্য,
কথনীয়, কথ্য, বচনীয়, বক্তব্য, বাচ্য, ভাষণ।
বিপরীতার্থক শব্দ: অবাচ্য

ব্যয়জাত শব্দ: অবাচ্য


সূত্র :