বচন
বানান্ বিশ্লেষণ : ব্+অ+চ্+অ+ন্+অ
উচ্চারণ:
bɔ.con (ব.চোন্)
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
বচ্ (কথন) +অন্ (ল্যুট), ভাববাচ্য}
পদ: বিশেষ্য

. ঊর্ধ্বক্রমবাচকতা { কথন কার্যক্রম | মনুষ্য কার্যকলাপ | বিশেষ ঘটনা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }

অর্থ:

১. মানুষ তার মৌখিক ভাষার সাহায্য সাধারণভাবে যে ভাবে মনের ভাব প্রকাশ করে।
সমার্থক শব্দাবলি: উক্তি,
কথা, কথন, বচন।
উদাহরণ: এমন বচন কথা আর শুনি নি
ইংরেজি:
a statement; a speech
 

২. এমন কথন বা উক্তি, যা কোনো সত্য বা গভীর অর্থ ধারণ করে।
সমার্থক শব্দাবলি: জ্ঞানগর্ভ উক্তি, বাণী, প্রবচন। 
উদাহরণ: খনার বচন

২. ঊর্ধ্বক্রমবাচকতা { বচন | ব্যাকরণগত শ্রেণি | সমধর্মী সংকলন | সংকলন | দল | বিমূর্তন | বিমূর্ত-সত্ত  | সত্তা |}

অর্থ: বাংলা ব্যাকরণে বিশেষ ও সর্বনামের সংখ্যা নির্দেশক সঙ্কেতজ্ঞাপক পারিভাষিক শব্দ। এ সকল পদের একটি সংখ্যা বলতে একবচন এবং একের অধিক সংখ্যা বুঝাতে বহুবচন শব্দ ব্যবহার করা হয়।

যুক্তশব্দ