কথা
বানান্ বিশ্লেষণ: ক্+অ+থ্+আ
উচ্চারণ:
kɔ.ʈʰa (ক.থা)
শব্দ-উৎস: সংস্কৃত কথা> বাংলা কথা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: কথ্ (বলা)+ অ (অঙ), ভাববাচ্য +আ (টাপ্)
পদ: বিশেষ্য
১. ঊর্ধ্বক্রমবাচকতা { কথন কার্যক্রম | মনুষ্য কার্যকলাপ | বিশেষ ঘটনা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা |}
অর্থ:

১. মানুষ তার মৌখিক ভাষার সাহায্য সাধারণভাবে যে ভাবে মনের ভাব প্রকাশ করে।
সমার্থক শব্দাবলি: উক্তি, কথা, কথন, বচন।
উদাহরণ: এমন মধুর কথা আর শুনি নি।
ইংরেজি:
a statement; a speech

২. বাক্যের দ্বারা বা মুখের ভাষা দ্বারা যে অঙ্গীকার করা হয়।
সমার্থক শব্দাবলি: কথা, মৌখিক অঙ্গীকার, মৌখিক প্রতিশ্রুতি।
উদাহরণ: আমরা আমাদের কথা রেখেছি, এবার তোমরা তোমাদের কথা রাখ।
ইংরেজি:  word, word of honor

২. ঊর্ধ্বক্রমবাচকতা { আদেশ | কথন কার্যক্রম | মনুষ্য কার্যকলাপ | বিশেষ ঘটনা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা |}
অর্থ: বাক্যের দ্বারা প্রদেয় আদেশ, নির্দেশ, পরামর্শ ইত্যাদি
সমার্থক শব্দাবলি:
অনুরোধ, আদেশ, নির্দেশ, পরামর্শ
উদাহরণ: ছেলেটা কথা শোনে না।
ইংরেজি: order, direction

২. ঊর্ধ্বক্রমবাচকতা { বচন | শ্রবণ যোগাযোগ | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা | }
অর্থ: মানুষ তার মৌখিক ভাষার সাহায্য সাধারণভাবে যে ভাবে মনের ভাব প্রকাশ করার সময় যে ভাবে ধ্বনিকে শ্রবণযোগ্য করে।
সমার্থক শব্দাবলি: কথা, উচ্চারণ।
উদাহরণ: ছোট বেলাতেই তার কথা বেশ স্পষ্ট ছিল।
ইংরেজি: pronunciation
৩. ঊর্ধ্বক্রমবাচকতা {শব্দলক্ষণ গুণ | লক্ষণগুণ | সত্তাগুণ | বিমূর্তন | বিমূর্ত-সত্তা| সত্তা | }
অর্থ: মানুষের কণ্ঠস্বরের দ্বারা মনের ভাব প্রকাশ করে। প্রতিটি মানুষের কণ্ঠস্বরে পৃথক বৈশিষ্ট্য রয়েছে। অনেক সসময়ই বাংলাতে কণ্ঠস্বর এবং কথা একই অর্থে ব্যবহার করা হয়।
সমার্থক শব্দাবলি: কথা, কণ্ঠস্বর।
উদাহরণ: দূর থেকে তোমার কথা শুনে দেখা করতে এলাম।
ইংরেজি:
voice

৪. ঊর্ধ্বক্রমবাচকতা {অপ্রমিত বচন | বচন | শ্রবণ যোগাযোগ | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা | }
অর্থ: কোনো প্রমিত ভাষারূপের আঞ্চলিক রূপ।
সমার্থক শব্দাবলি: আঞ্চলিক ভাষা, কথা।
উদাহরণ: উত্তরবঙ্গের মানুষ চট্টগ্রামের কথা সহজে বুঝতে পারে না।
ইংরেজি:
dialect

৫. ঊর্ধ্বক্রমবাচকতা {বার্তা | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা | }
অর্থ:

৫.১. গল্পচ্ছলে কোনো বিশেষ সময়ের কথা বলা বা কোনো কাহিনি সবিস্তারে বা সংক্ষেপে বলা।
সমার্থক শব্দাবলি: কথা, কাহিনি, গল্প, বৃত্তান্ত।
উদাহরণ: মহাভারতের কথা অমৃত সমান।
ইংরেজি: a tale, a story; a chronicle or history

৫.২. কোনো সুনির্দিষ্ট বিষয় সম্পর্কে জানানোর উপযোগী বার্তা।
সমার্থক শব্দাবলি: কথা, খবর, বার্তা, সংবাদ।
উদাহরণ: অনেক দিন গ্রামে কাটিয়ে এলে, এবার গ্রামের কথা বলো।
ইংরেজি:
a tale, a story; a chronicle or history

৫.৩.
 যে কোনো বিষয় বা প্রসঙ্গ যা ভাষা দ্বারা উপস্থাপিত হয়।
সমার্থক শব্দাবলি: কথা, বিষয়, প্রসঙ্গ।
উদাহরণ: সে কথা মনে পড়লে এখনও হাসি পায়।
ইংরেজি:  a topic, a discourse

৬. ঊর্ধ্বক্রমবাচকতা {| প্রত্যয় | ভাবনা | প্রজ্ঞা | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা | }
অর্থ: ভাবনা থেকে জন্মে উপলব্ধি, যাকে প্রত্যয় বলা হয়। এই প্রত্যয়ের দ্বারা যে অভিব্যক্তি প্রকাশিত হয়, তা মতামত (মত এবং অমত) হিসেবে বিবেচিত হয়।
সমার্থক শব্দাবলি: কথা, মত, মতামত।
উদাহরণ: তার কথা আমরা শুনেছি।
ইংরেজি:
an opinion

৭.
ঊর্ধ্বক্রমবাচকতা { | বচন | শ্রবণ যোগাযোগ | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা | }
অর্থ: ভাষার দ্বারা দুই বা ততোধিক ব্যক্তির সাথে তথ্য বিনিময়করণ।
সমার্থক শব্দাবলি: কথা, কথোপকথন, আলোচনা।
উদাহরণ: এ বিষয়ে তার সাথে আমার প্রতিদিন কথা হয়।
ইংরেজি:
conversation

৮. ঊর্ধ্বক্রমবাচকতা {প্রস্তাব | বার্তা | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা | }
১১.১. অর্থ: কারো কল্যাণের জন্য মৌখিকভাবে বলা।
সমার্থক শব্দাবলি: কথা, উপদেশ।
উদাহরণ: আমার কথা শুনলে, আজ তার এই বিপদ হতো না।
ইংরেজি:
advice
১১.২ অর্থ: কারো সবিশেষ আবেদন মর্যাদার সাথে গ্রহণ করা বা মান্য করা।
সমার্থক শব্দাবলি: কথা, অনুরোধ।
উদাহরণ: শেষ পর্যন্ত আমার কথাটা সে রেখেছে।
ইংরেজি:
request, petition, postulation
পদগুচ্ছ: যুক্তশব্দ