কথন
বানান্ বিশ্লেষণ : ক্+অ+থ্+অ+ন্+অ
উচ্চারণ:
kɔt̪ʰon (কত্.থোন)
শব্দ-উৎস: সংস্কৃত কথন> বাংলা কথন
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: কথ্ (বলা)+ অন্ (ল্যুট), ভাববাচ্য

পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { কথন কার্যক্রম | মনুষ্য কার্যকলাপ | বিশেষ ঘটনা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }

অর্থ: মানুষ তার মৌখিক ভাষার সাহায্য সাধারণভাবে যে ভাবে মনের ভাব প্রকাশ করে।
সমার্থক শব্দাবলি: উক্তি,
কথা, কথন, বচন।

উদাহরণ: এমন মধুর কথা আর শুনি নি
ইংরেজি:
a statement; a speech