বাহিনী
বানান বিশ্লেষণ: ব্+আ+হ্+ই+ন্+ঈ
উচ্চারণ:
ba.ɦi.ni (বা.হি.নি)
শব্দ-উৎস: সংস্কৃত বাহিনী> বাংলা বাহিনী
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
বহ্ (বহন করা) + ইন্ (ণিনি)=বাহিন্‌ + ঈ (ঙীপ্)
পদ: বিশেষণ
অর্থ: বহন করে এমন নারী
সমার্থক শব্দাবলি: বাহনকর্তী, বাহিকা
বিপরিতার্থক শব্দ: পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { | জলাঙ্গী | স্বতন্ত্র সত্তা | দৈহিক সত্তা | সত্তা | }
  • অর্থ:  প্রবহমান এমন একটি জলধারা, যার সমান্তরাল পার রয়েছে এবং দৃশ্যত যা ঝর্নার চেয়ে বড়।
  • সমার্থক শব্দাবলি: তটিনী, তরঙ্গিনী, নদী, প্রবাহিনী, বাহী, স্রোতস্বিনী
  • বিপরীতার্থক শব্দবলি: নদ [পুংলিঙ্গ]

অভিধান ও গ্রন্থসূত্র সূত্র: