বাজার
বানান বিশ্লেষণ: ব্+আ+জ্+আ+র্+অ
উচ্চারণ:
ba.ɟar
বা.জার্)
শব্দ-উৎস:
ফার্সি বাজার>
বাংলা
বাজার
পদ:
বিশেষ্য
-
ঊর্ধ্বক্রমবাচকতা
{
বিপণন স্থান
|
বিপণন সংস্থাপন |
ব্যবসায়িক সংস্থাপন |
সংস্থাপন |
নির্মাণ কাঠামো |
মনুষ্য-সৃষ্ট |
এককঅংশ |
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক সত্তা |
সত্তা |}
- অর্থ: সপ্তাহের
সুনির্দিষ্ট স্থানে এক বা একাধিক দিনে পণ্য ক্রয়-বিক্রয়ের স্থান।
- সমার্থক শব্দাবলি:
- ভিন্নার্থক প্রাসঙ্গিক শব্দবলি:
- ক্রয়কৃত করা দ্রব্যাদি [বিয়ের বাজার এসেছে]
- কোলাহল [ঘরে যেন বাজার বসেছে]
- সুলভ [বইয়ের বাজার সংস্করণ]
- লেনদেনের অবস্থা [এবার পাটের বাজার ভাল]
- সংযুক্ত শব্দ:
- বাজার ওঠা পড়া [বাজরদরের উত্থান-পতন]
- বাজার করা [কেনাকাটা, ক্রয়, খরিদ, বাজার থেকে দ্রব ক্রয় করা]
- বাজার-খরচ [দৈনন্দিন কেনাকাটার খরচ]
- বাজার-গপ [প্রচলিত কথাবার্তা। বাজার-গপে সত্য কোথায়]
- বাজার গরম করা [উত্তেজনা সৃষ্টি করা]
- বাজার গরম হওয়া [দ্রবমূল্যের বেশি বিক্রয় হওয়া, বাজারের
পণ্যের বেশি হওয়া]
- বাজার চড়া [বেশি দামে পণ্য বিক্রয়ের অবস্থা]
- বাজার দর [যে দামে কোনো বিশেষ পণ্য বিক্রয় হয়, চালু দর,
প্রচলিত মূল্য]
- বাজার নরম [পণ্যের চাহিদা কম এমন অবস্থা]
- বাজার মন্দা [পণ্যের চাহিদা কম এমন অবস্থা]
- বাজার বসা [পণ্যবিক্রয়ের জন্য নির্ধারিত স্থানে পণ্য
ক্রয়বিক্রয় শুরুর প্রক্রিয়া]
- বাজার বেসাতি [ বাজারের দ্রব্যক্রয়-বিক্রয়, বাণিজ্য]
- বাজার সরকার [প্রতিষ্ঠানের ক্রয়বিক্রয়ের হিসেব রাখে যে,
কেরানি]
- বাজারে টিকে থাকা [প্রতিযোগিতামূলক ব্যবসায়ে স্থিতিদশায় থাকা]
- বাজারে [সহজলভ্য, নিকৃষ্ট, মর্যাদহীন]
- বাজারে মেয়ে [নিম্নশ্রেণির যৌনকর্মী]
- বড় বাজার [ব্যাপক ক্রয়বিক্রয়ের জন্য বড় ধরনের বাজার]
সূত্র:
- চলন্তিকা। রাজশেখর বসু। এমসি সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ।
১৪০৮। পৃষ্ঠা: ৩৮৯
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য
অকাদেমী। ২০০১। পৃষ্ঠা: ১৪৯২
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা
একাডেমী, ঢাকা। মার্চ ২০০৫। পৃষ্ঠা: ৮৫১
- বাঙ্গালা ভাষার অভিধান । জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য সংসদ।
নভেম্বর ২০০০। পৃষ্ঠা: ১০৮৩
- ব্যবহারিক শব্দকোষ। কাজী আব্দুল ওদুদ। প্রেসিডেন্সী লাইব্রেরী।
পৃষ্ঠা: ৬৯৯-৬৭০
- শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।
পৃষ্ঠা: ৬৩৬-৬৩৭
- শব্দসঞ্চয়িতা। ডঃ অসিতকুমার বন্দোপাধ্যায়। নিউ সেন্ট্রাল বুক এজেন্সি
প্রাঃ লিমিটেড। ২৩শে জানুয়ারি, ১৯৯৫। পৃষ্ঠা: ৬১১
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।
পৃষ্ঠা: ৫৯৫।
- সরল বাঙ্গালা অভিধান। সুবলচন্দ্র মিত্র।
পৃষ্ঠা: ৯৬০
- wordnet 2.1