বিদ্যা
বানান বিশ্লেষণ: ব্+ই+দ্+য্+আ
উচ্চারণ:
bid̪.d̪.a (বিদ্.দা)
শব্দ-উৎস: সংস্কৃত বিদ্যা> বাংলা বিদ্যা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
বিদ্ (জানা) + য (ক্যপ), করণবাচ্য + আ (টাপ্)
পদ: বিশেষ্য
১. ঊর্ধ্বক্রমবাচকতা {| ব্যাখ্যা | চিন্তন | উচ্চতর জ্ঞান-প্রক্রিয়া | জ্ঞান-প্রক্রিয়া | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা | }
অর্থ: উচ্চতর জ্ঞানের সুচিনিন্তিত ব্যাখ্যার মধ্য দিয়ে সুশৃঙ্খল যে সত্য উপস্থাপিত হয়, তাকে বলা হয় তত্ত্ব বা বিদ্যা।
সমার্থক শব্দাবলি:  তত্ত্ব, বিদ্যা
ইংরেজি:
theory


সূত্র :