বিগব্যাং
বানান বিশ্লেষণ: ব্+ই+গ্+ব্+য্+আ+ং
উচ্চারণ:
big.bæŋ (বিগ্.ব্যাং)
শব্দ-উৎস: ইংরেজি
Big Bang> বাংলা বিগব্যাং
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { বিস্ফোরণ | শক্তি-অবমুক্তি| ঘটিত বিষয় | ঘটনা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা | }

অর্থ: ইংরেজি
Big অর্থ বড় এবং Bang শব্দের অর্থ বড় বিস্ফোরণ। সব মিলয়ে এর অর্থ দাঁড়ায় বড় বিস্ফোরণ। বড় ধরনের বিস্ফোরণ বা আকস্মিকভাবে বড় ধরনের ঘটনাকে ইংরেজি অনেক সময়। ইংরেজি অভিধানে এর সাধারণ অর্থ হলো "any sudden forceful beginning or radical change"। বাংলাতে বিগব্যাং শব্দটি ব্যবহার করা হয়, মহাবিশ্ব সৃষ্টির একটি তত্ত্ব হিসেবে। উল্লেখ্য, ১৯২৭ খ্রিষ্টাব্দে বেলজিয়ামের বিজ্ঞানী জর্জ লেমিটর ( Georges Lemaître) প্রথম  বিগব্যাং তত্ত্ব প্রকাশ করেন।
         [দেখুন: বিগব্যাং (জ্যোতির্বিজ্ঞান)]