দায়াধিকারভুক্ত
বানান
বিশ্লেষণ : দায়াধিকার
{দ্+আ+য়্+আ+ধ্+ই+ক্+আ+র্)+ভুক্ত
{ভ্+উ+ক্+ত্+অ)।।
উচ্চারণ:
d̪aĕ.a.d̪ʰi.kar.bʰuk.t̪o
(দায়্.আ.ধি.কার্.ভুক্.তো )
দায়াধিকার=দায়্.আ.ধি.কার [একাক্ষর দায়্ ধ্বনিটি পরবর্তী ধ্বনির আ ধ্বনির সাথে যুক্ত হয় যৌগিকস্বরধ্বনি তৈরি করে। এর ভিতরে খুব অল্প সময়ের ভিতরে একটি বিরতির ভাব আসে। এই কারণে দায়্ এবং আ-কে দুটি একাক্ষর হিসেবে বিবেচনা করা হয়। পরবর্তী ধি ধ্বনিটি একাক্ষর। অবশিষ্ট কা ধ্বনি রুদ্ধ র্ এর সাথে যুক্ত হয়ে একাক্ষর কার্ ধ্বনি উৎপন্ন করে]
কার=কার্ [কার ধ্বনির সাথে রুদ্ধ র্ ধ্বনি একাক্ষর কার্ ধ্বনি উৎপন্ন করে]
ভুক্ত=ভুক্.তো [ভু-এর সাথে ক্ত-এর ক্ যুক্ত হয়ে একাক্ষর ভুক্ ধ্বনি তৈরি করে। অবশিষ্ট ত ধ্বনি ওকারান্ত হয়ে তো ধ্বনি উৎপন্ন করে]
শব্দ-উৎস:
সংস্কৃত
दायादिकार
দায়াধিকার>বাংলা
দায়াধিকার+
সংস্কৃত
भुक्त
(ভুক্ত)>বাংলা
ভুক্ত।
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
দায় {√দা
(দান করা) +
অ (অ),
কর্মবাচ্য}
+অধিকার {অধি-
কার {√কৃ
(করা) +
অ (অণ্),
কর্তৃবাচ্য}।
সন্ধির বিচারে দায়+অধিকার হিসেবে দায়াধিকার শব্দটি সৃষ্টি
হয়=দায়াধিকার +
ভুক্ত {√ভুজ্ (ভোজন
করা, উপভোগ করা) ++ত
(ক্ত),
কর্মবাচ্য।}
পদ :
১. বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { | অধিকার | সম্পর্ক | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা |}
অর্থ:
উত্তরাধিকার সূত্রে যার
অধিকার তার বিষয়ের
অন্তর্গত।
সমার্থক শব্দাবলি:
অংশগত
বা
অংশের অন্তর্গত,
অংশের
অন্তর্ভূত,
অংশের
অন্তর্ভুক্ত,
দায়াধিকারভুক্ত।
ইংরেজি:
included in the rightful or inherited.
সূত্র :