গত

বানান বিশ্লেষণ: গ্+অ+ত্+অ

উচ্চারণ: gɔ.t̪o (.তো)

শব্দ-উৎস: সংস্কৃত গত>বাংলা গত।

রূপতাত্ত্বিক বিশ্লেষণ: গম্ (গমন করা)  + ত (ক্ত), কর্তৃবাচ্য
পদ:

বিশেষণ (গুণবাচক)
১.অর্থ: যা সময়ের বিচারে অতিক্রান্ত হয়েছে।
উদাহরণ: গত মাসে সে একবার এসেছিল।
অনেক সময় অতীত অর্থে 'গত' শব্দটি অন্য শব্দের সাথে যুক্ত হয়ে থাকে। যেমন- গতকল্য, গতকাল, গতপ্রায়।

২.অর্থ: কিছু চলে যাওয়ার জন্য যে শূন্যতা সৃষ্টি হয়, সেরূপ ভাব। এই অর্থে প্রস্থিত।
উদাহরণ: গতক্লম, গতচেতন গতজ্যোতি, গতজীব, গতজীবন, গতজীবিত, গতত্রপ, গতপ্রাণ, গতব্যথা, গতযৌবন, গতলজ্জা, গতশোক, গতস্পৃহ ।

৩. অর্থ: রহিত অর্থে গত।
উদাহরণ: গতনিদ্রা [নিদ্রারহিত]

৪. অর্থ: পার্থিব জীবন ত্যাগ করেছেন, এই অর্থে মৃত্যু।
উদাহরণ:
তিনি গতকাল রাতে গত হয়েছেন। 

৫. অর্থ: স্বাভাবিকের চেয়ে অল্প বা ক্ষুদ্র অর্থে।
উদাহরণ: গতনাসিক [খাঁদা]

 

বিশেষণ (অনুসর্গবাচক)
এই শব্দটি স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হয় না। কিন্তু অন্য শব্দের পরে বসে পূর্বপদকে বিশেষিত করে এবং উভয় মিলে কোনো বিশেষ অর্থ প্রকাশ করে। যেমন
অংশগত। এখানে 'গত' শব্দটি 'প্রাপ্তি' অর্থে ব্যবহৃত হয়েছে।

গতা
গম্ (গমন করা)  + ত (ক্ত), কর্তৃবাচ্য }+আ (টাপ্) (স্ত্রীলিঙ্গার্থে)}।
অনুসর্গবাচক গত শব্দের বিপরীতার্থক স্ত্রীলিঙ্গবাচক শব্দ গতা। যেমন