হট্টমন্দির
বানান্ বিশ্লেষণ: হ্+অ+ট্+ট্+অ- ম্+অ+ন্+দ্+ই+র্+অ
উচ্চারণ:
ɦɔʈ.ʈo.mon.d̪ir (হট্.টো.মোন্.দির্)
শব্দ-উৎস: সংস্কৃত হট্ট (হাট) + মন্দির (গৃহ, ভবন)> বাংলা হট্টমন্দির
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: হট্টের (হাটের) মন্দির (গৃহ, ভবন)/ষষ্ঠী তৎপুরুষ সমাস
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {বিপণন স্থান | ব্যবসায়িক সংস্থাপনসংস্থাপন | নির্মাণ কাঠামো | মনুষ্য-সৃষ্টি | এককঅংশ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
অর্থ: হাটে স্থাপিত ঘর।
সমার্থ শব্দাবলি: দোকান ঘর, হট্টমন্দির।