হ্লাদন
বানান বিশ্লেষণ: হ্+ল+আ+দ্+অ+ন্+অ
উচ্চারণ:
[ল্হা.দন্]
lɦa.d̪on
শব্দ-উৎস:
সংস্কৃত হ্লাদন>
বাংলা হ্লাদন
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
√
হ্লাদ্ (আনন্দিত হওয়া) +
অন্ (ল্যুট),
ভাববাচ্য
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {| আনন্দ-অনুভূতি |
আবেগানুভূতি |
দশা
| সত্তাগুণ
| বিমূর্তন
|
বিমূর্ত-সত্তা |
সত্তা |
অর্থ: মনের আনন্দদায়ক দশা বা আন্দ করা।
১.
মনের আনন্দদায়ক দশা
।
সমার্থক শব্দাবলি: আনন্দ,
হ্লাদ
।
২. আনন্দ করা।
সমার্থক শব্দাবলি: আনন্দন, হৃষ্টীকরণ
সূত্র :
বঙ্গীয় শব্দকোষ (দ্বিতীয় খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য
অকাদেমী। ২০০১।
বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম ও দ্বিতীয় খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন
দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০।