হ্লাদ
বানান বিশ্লেষণ: হ্++আ+দ্+অ

উচ্চারণ: [ল্‌হাদ্] [lɦa]

শব্দ-উৎস: সংস্কৃত  ह्लाद (হ্লাদ)>বাংল  হ্লাদ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

১. হ্লাদ্ (আনন্দিত হওয়া) +অ (ঘঞ্), ভাববাচ্য
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা  {   | আনন্দ-অনুভূতি | অনুভূতি | দশা | সত্তাগুণ | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
অর্থ: মনের আনন্দদায়ক দশা
সমার্থক শব্দাবলি: আনন্দ, আহ্লাদ, মোদন, হর্ষ, হৃষ্টীভাব, হ্লাদ,
হ্লাদন
ইংরেজি:
delight, gladness, joy

 

২. হ্লাদ্ (আনন্দিত হওয়া) +অ (অচ্), কর্তৃবাচ্য
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { পৌরাণিক সত্তা | কাল্পনিকসত্তা | কল্পনা | সৃজনশীলতা | দক্ষতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
অর্থ: হিন্দু পৌরাণিক কাহিনি মতে- হিরণ্যকশিপু'র পুত্র


 

সূত্র :