হ্লাদ
বানান বিশ্লেষণ: হ্+ল+আ+দ্+অ
উচ্চারণ:
[ল্‌হাদ্] [
lɦad̪]
শব্দ-উৎস:
সংস্কৃত হ্লাদ> বাংলা হ্লাদ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
১. হ্লাদ্ (আনন্দিত হওয়া) + অ (ঘঞ্) , ভাববাচ্য
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {| আনন্দ-অনুভূতি | আবেগানুভূতি | দশাসত্তাগুণ | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা |

অর্থ: মনের আনন্দদায়ক দশা বা আন্দ করা।
অর্থ: মনের আনন্দদায়ক দশা।
সমার্থক শব্দাবলি: আনন্দ, আহ্লাদ, মোদন, হর্ষ, হৃষ্টীভাব, হ্লাদ হ্লাদন
ইংরেজি: delight, gladness, joy

২.
হ্লাদ্ (আনন্দিত হওয়া) + অ (অচ্) কর্তৃবাচ্য
পদ: বিশেষ্য
 
ঊর্ধ্বক্রমবাচকতা {হিন্দু পৌরাণিক সত্তা | ভারতীয় পৌরাণিক সত্তা | পৌরাণিক সত্তা | অতিপ্রাকৃতিক বিশ্বাস | কাল্পনিক সত্তা | কল্পনা | সৃজনশীলতা | কর্মক্ষমতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা |}
অর্থ: হিন্দু পৌরাণিক কাহিনি মতে- হিরণ্যকশিপু'র পুত্র ।

সূত্র :