হকিকত
বানান বিশ্লেষণ: হ্+অ+ক্+ই+ক্+অ+ত্+অ
উচ্চারণ:
ɦo.ki.kɔt̪ (হো.কি.কত্)
শব্দ-উৎস: আরবি হকিকত> বাংলা হকিকত
পদ : বিশেষ্য
অর্থ: সুফিবাদি দর্শনের তৃতীয় স্তর। এর বাংলা অর্থ হলো- সত্য বা বাস্তব। সাধক শরিয়ত ও তরিকতের জ্ঞানলাভের পর হকিকত স্তরে পপৌঁছায়। এই স্তরে সাধকের ইহজাগতিক সব ভোগ-লালসা ত্যাগ করে সত্যের সন্ধান করে। এর মধ্য দিয়ে সাধক বাস্তব, অবাস্তব, সত্য-অসত্য ইত্যাদির মীমাংশায় পৌঁছার চেষ্টা করে। এর মধ্য দিয়ে সাধক স্রষ্টার সান্নিধ্য লাভ এবং সেই সূত্রে আধ্যত্মিক জ্ঞান লাভ করেন।
সূত্র: