হুহু
বানান বিশ্লেষণ:
হ্+উ+হ্+উ
উচ্চারণ: ɦu.ɦu
(হু.হু)
শব্দ-উৎস:
সংস্কৃত हुहु (হুহু)>বাংলা হুহু।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ গন্ধর্ব |
হিন্দু পৌরাণিক সত্তা |
ভারতীয় পৌরাণিক সত্তা |
পৌরাণিক সত্তা |
কাল্পনিক সত্তা |
কল্পনা |
সৃজনশীলতা |
কর্মক্ষমতা
|
জ্ঞান |
মনস্তাত্ত্বিক ঘটনা |
বিমূর্তন
|
বিমূর্ত-সত্তা
|
সত্তা
|}
হিন্দু পৌরাণিক
কাহিনি মতে- জনৈক গন্ধর্ব।
কশ্যপের ঔরসে কপিলা'র
গর্ভে এঁর জন্ম হয়েছিল।
ইনি আষাঢ় মাসে সূর্যরথে বাস করেন।
এই সূর্যদেবের সভা গায়ক ছিলেন।
ইনি তাঁর গান দ্বারা হু জাতীয় ধ্বনি উচ্চারিত হয়।