কেশিনী
বানান বিশ্লেষণ: ক্+এ+শ্+ই
উচ্চারণ: ke.ʃi
(কে.শি)।

শব্দ-উৎস: সংস্কৃত কেশিনী>বাংল কেশিনী।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষণ

অর্থ: কেশ আছে এমন নারী।
সমার্থক শব্দাবলি: কেশবতী, কেশিনী।

বিপরীতার্থক শব্দ: