কেশ
বানান বিশ্লেষণ: ক্+এ+শ্+অ
উচ্চারণ:
keʃ (কেশ্)
শব্দ-উৎস: সংস্কৃত কেশ> বাংলা কেশ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: কে (মস্তক) + √শী(শয়ন করা) + অ (ড), কর্তৃবাচ্য}
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {দেহাবরক | প্রাকৃতিক আবরক | প্রাকৃতিক লক্ষ্যবস্তু | এককঅংশ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
অর্থ:
মস্তকে শায়িত (অবস্থিত) অর্থে কেশ।
সমার্থক শব্দাবলি: কচ, কুন্তুল, কেশ, চুল।

বিপরীতার্থক শব্দ