ওষ
বানান বিশ্লেষণ: ও+ষ্+অ
উচ্চারণ:
(ওশ্)
শব্দ-উৎস: সংস্কৃত ওষ > বাংলা ওষ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
উষ্ (দহন করা) + অ (অ), ভাববাচ্য
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {। জারণরাসায়নিক বিক্রিয়া| রাসায়নিক প্রক্রিয়া | প্রাকৃতিক প্রক্রিয়া | দৈহিক প্রক্রিয়া | দৈহিক সত্তা | সত্তা |}

অর্থ: জারণ প্রক্রিয়ার ভিতর দিয়ে যখন রাসায়নিক বিক্রিয়া চলে। এই বিক্রিয়াকে বলা হয় দহন বা ওষ।
সমার্থক শব্দাবলি: ওষ, দহন
সূত্র: