ওষ
বানান বিশ্লেষণ: ও+ষ্+অ
উচ্চারণ: oʃ
(ওশ্)
শব্দ-উৎস:
সংস্কৃত ওষ >
বাংলা
ওষ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
√
উষ্ (দহন করা) +
অ
(অ),
ভাববাচ্য
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{।
জারণ।
রাসায়নিক বিক্রিয়া|
রাসায়নিক প্রক্রিয়া |
প্রাকৃতিক প্রক্রিয়া |
দৈহিক প্রক্রিয়া |
দৈহিক সত্তা |
সত্তা |}
অর্থ: জারণ প্রক্রিয়ার ভিতর দিয়ে যখন রাসায়নিক বিক্রিয়া চলে। এই বিক্রিয়াকে
বলা হয় দহন বা ওষ।
সমার্থক শব্দাবলি: ওষ,
দহন
সূত্র:
- বাঙ্গালা ভাষার অভিধান । জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য সংসদ।
নভেম্বর ২০০০।
- শব্দার্থ মুক্তাবলী ।
বেণীমাধব দাস । >কলকাতা ১৭৮৮
শকাব্দ ।
- সচিত্র প্রকৃতিবাদ অভিধান। রামকমল বিদ্যালঙ্কার।
- সরল বাঙ্গালা অভিধান । সুবলচন্দ্র মিত্র।
-
wordnet 2.1