পদ্ম
বানান বিশ্লেষণ:
প্+অ+দ্+ম্+অ
উচ্চারণ:
pɔd̪.d̪õ
(পদ্.দোঁ)।
শব্দ-উৎস:
সংস্কৃত
পদ্ম>বাংলা
পদ্ম
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
√পদ্
(গমন করা) +ম
(মন্),
অধিকরণবাচ্য।
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { | স্থলপদ্ম | জলজ উদ্ভিদ | ভাস্কুলার উদ্ভিদ | উদ্ভিদ | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: যাতে লক্ষ্মী দেবী যান বা
অধিষ্ঠিত হন, এই বিচারে স্থানাধিকরণে পদ্ম।
সমার্থক শব্দাবলি:
অব্জ, অম্বুজ, অম্ভোজ, অরবিন্দ, অসিতোৎপল, ইন্দিবর, ইন্দুকমল, উৎপল,
কমল,
কমলিনী, কহ্লার,
কালকঞ্জ, কুবলয়, কুবলয়া,কুবেল, কুমুদ, কুমুদিনী,কুমুদী, কুশেশয়, কৈরব, কোকনদ,
তামরস, নলিন, নলিনী, নীরজ, নীলকমল, নীলকুমুদ, নীলপদ্ম, নীলোৎপল, পঙ্কজ, পদ্ম,
পুণ্ডরীক, পুষ্কর, বিসকুসুম, বিসজ, মৃণালী, রক্তকমল, রক্তকুমুদ, রক্তপদ্ম,
রক্তোৎপল, রাঙাসুঁদি, রাজীব, লালপদ্ম, শতদল, শ্বেতকমল, শ্বেতপদ্ম, শ্রীপর্ণ, সরোজ,
সরসিজ, সরোরূহ, সলিলজ, সিতাব্জ, সিতাম্ভোজ।
ইংরেজি:
lotus, Indian lotus, sacred lotus
বৈজ্ঞানিক নাম:
Nelumbo nucifera
[দেখুন:
পদ্ম (উদ্ভিদ)
যুক্তপদ:
পূর্বপদ: পদ্ম-আঁখি, পদ্মকর, পদ্মকাঁটা, পদ্মকেশর, পদ্মকোশ (মুদ্রা), পদ্মকোষ, পদ্মগন্ধি, পদ্মগর্ভ, পদ্মজ, পদ্মতন্তু, পদ্মদল, পদ্মনাথ, পদ্মনাভ, পদ্মনাল, পদ্ম-নেত্র, পদ্মপত্র, পদ্মপরাগ, পদ্মপর্ণ, পদ্মপলাশ, পদ্মপলাশ-নয়ন, পদ্মপলাশনেত্র, পদ্মপলাশলোচন, পদ্মপাণি, পদ্মপুরাণ, পদ্মপ্রিয়া।