কমলিনী
বানান বিশ্লেষণ: ক্+অ+ম্+অ+ল্+ই+ন্+ঈ
উচ্চারণ : kɔ.mo.li.ni
(ক.মো.লি.নি )।

শব্দ-উৎস: সংস্কৃত কমলিনী>বাংলা কমলিনী।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: কমল {কম্ (ইচ্ছা করা, কামনা করা) + অল (অলচ্), কর্মবাচ্য}+ইন্ (ইনি)=কমলিন্+ঈ (ঈপ্)
পদ: বিশেষ্য

ঊর্ধ্বক্রমবাচকতা { | স্থলপদ্ম | জলজ উদ্ভিদ | ভাস্কুলার উদ্ভিদ | উদ্ভিদ | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: এশিয়া মহাদেশের স্থানীয় জলজ উদ্ভিদ। সাধারণভাবে পদ্ম নামে পরিচিত। [দেখুন: পদ্ম]
সমার্থক শব্দাবলি: কমল, কমলিনী, পদ্ম।
ইংরেজি:
lotus, Indian lotus, sacred lotus, Nelumbo nucifera