রোহিত
বানান বিশ্লেষণ: র্+ও+হ্+ই+ত্+অ
উচ্চারণ:
ro.ɦi.t̪o
(রো.হি.তো)।
শব্দ-উৎস:
সংস্কৃত রোহিতঃ>
বাংলা রোহিত
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
√রুহ (উৎপন্ন) +
ইত
(ইতন্),
কর্তৃবাচ্য।
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{ মৎস্য |
জলজ মেরুদণ্ডী |
মেরুদণ্ডী |
কর্ডেট |
প্রাণী |
জীবসত্তা |
জীবন্তবস্তু |
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক সত্তা |
সত্তা |}
অর্থ:
Labeo
গণের অন্তর্গত একটি মৎস-প্রজাতি।
সমার্থক
নাম:
নওলা
রুই
, রোহিত।
[বিস্তারিত
রুই [মৎস]]