সাংখ্য
বানান্ বিশ্লেষণ: স্+আ+ং+খ্+য্
উচ্চারণ:
ʃaŋ.kʰo (শাঙ্.খো)
শব্দ-উৎস: সংস্কৃত সাংখ্য> বাংলা সাংখ্য
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: সংখ্যা {সম্+ খ্যা (প্রকাশন) + অ (অণ্)}
পদ: বিশেষণ
অর্থ: সংখ্যা সম্বন্ধীয়

পদ: বিশেষ্য
১.ঊর্ধ্বক্রমবাচকতা { | তত্ত্ব | ব্যাখ্যা | চিন্তন | উচ্চতর জ্ঞান-প্রক্রিয়া | জ্ঞান-প্রক্রিয়া | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা | }
অর্থ: কপিলমুনি কর্তৃক প্রণীত তত্ত্ব।
সমার্থক শব্দাবলি: সাংখ্য, সাংখ্যতত্ত্ব,সাংখ্যদর্শন, সাংখ্যসপ্ততি।
        [বিস্তারিত: সাংখ্যতত্ত্ব]

২. ঊর্ধ্বক্রমবাচকতা { ব্যক্তি | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
অর্থ: যিনি সাংখ্যদর্শন সম্পর্কে বিশেষভাবে অবগত আছেন।
সমার্থক শব্দাবলি: সাংখ্য, সাংখ্যদর্শনবিদ।

যুক্তশব্দ: