সহোদরা
বানান বিশ্লেষণ: স +অ+ হ্ +ও+ দ্+ অ+র্ +আ
উচ্চারণ: ʃɔ.ɦo.d̪ɔ.ra]
[শ.হো.দ.রা]
শব্দ-উৎস:
সংস্কৃত সহোদরা>
বাংলা সহোদরা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: সমান উদর যাহার=সহোদর
(বহুব্রীহি সমাস)
+
আ (টাপ্)}
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{জ্ঞাতি-নারী |
আত্মীয় |
ব্যক্তি |
জীবসত্তা|
জীবন্তবস্তু|
দৈহিক-লক্ষ্যবস্তু|
দৈহিক
সত্তা|
সত্তা|}
অর্থ: একই মাতার গর্ভে জন্ম এমন কন্যা, যে অন্যানদের সম্পর্কে বোন।
সাধারণ সমারথক শব্দাবলী:
বইন,
বহিন,
বোন,
ভগিনী,
ভগ্নী,
সহোদরা,
স্বসা।।
সম্পর্কের বিচারে
সহোদরা দুই ধরনের হতে পারে। সে ক্ষেত্রে সাধারণ সমার্থক শব্দসমূহের
তালিকার হেরফের ঘটে। যেমন-
১. একই পিতা-মাতার
কন্যা সন্তান।
সমার্থক শব্দাবলী: বোন, ভগিনী,
ভগ্নী, সহোদরা।
২. একই মাতার গর্ভে
জন্ম, কিন্তু পিতা অভিন্ন।
সমার্থক শব্দ: বোন, ভগিনী,
ভগ্নী, সহোদরা।
বিপরীতার্থক শব্দ:
সহোদর
সূত্র :
- চলন্তিকা। রাজশেখর বসু। এমসি সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ।
১৪০৮।
- বঙ্গীয় শব্দকোষ (দ্বিতীয় খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য
অকাদেমী। ২০০১।
- বাঙ্গালা ভাষার অভিধান (দ্বিতীয় খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন
দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০।
- শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।
সরল বাঙ্গালা
অভিধান। সুবলচন্দ্র
মিত্র।