ভাবনা
বানান বিশ্লেষণ : ভ্+আ+ব্+অ+ন্+আ
উচ্চারণ:
bʰab.na 
(ভাবনা)
শব্দ-উৎস: 
সংস্কৃত ভাবনা>
বাংলা ভাবনা 
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: 
	√ভাবি
	{√ভূ
	(হওয়া) +
	ই (ণিচ)
	+অন (যুচ্)
	+ভাববাচ্য 
	+আ (টাপ্)
পদ: 
	বিশেষ্য
	
	ঊর্ধ্বক্রমবাচকতা 
	{প্রজ্ঞা 	| 
	জ্ঞান |
	অভিজ্ঞা |
		মনস্তাত্ত্বিক ঘটনা |
	বিমূর্তন | 
	বিমূর্ত সত্তা |
	সত্তা | 
	}
	
অর্থ: মানুষের 
	গভীর জ্ঞানের ভিতর দিয়ে সৃষ্টি হয় প্রজ্ঞা। প্রজ্ঞার 
	দ্বারা মানুষ মূলত কোনো বিষয়কে গভীরভাবে অনুভব করতে চায়। ফলে আমি নামক সত্তার 
	ভিতর জানার আগ্রহ জন্মে। এই আগ্রহ থেকে আমি প্রাপ্ত জ্ঞানকে প্রাসরিত করতে চায়। 
	এই প্রক্রিয়ার ভিতর দিয়ে সৃষ্টি হয় ভাবনা 
	
	(thought)
	
	
		একে অনেক সময় 'চিন্তা'ও বলা হয়। এই ভাবনা বা চিন্তা'র ভিতর দিয়ে 
	'আমি' একটি বিশেষ 
	সত্যের কাছে পৌঁছাতে চায়। যার ভিতরে কিছু থাকে যথার্থ সত্য, বাকিটুকু থাকে 
	যথাযথ সত্যের সাথে সামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্ত। এই উভয় অনুভব থেকে জন্ম নেয় 
	ধারণা।