যোনি
বানান্ বিশ্লেষণ : য্+ও+ন্+ই।
উচ্চারণ:
ɟo.ni
(জো.নি)
শব্দ-উৎস:
সংস্কৃত যোনি>
বাংলা যোনি
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
√যু (বন্ধন)
+নি
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{নালীপথ |
প্রবেশ-নির্গমন পথ |
শারীরিক গঠন |
দেহাংশ |
খণ্ডাংশ |
স্বতন্ত্র সত্তা |
দৈহিক সত্তা |
সত্তা }
অর্থ: নারীর প্রজননের জন্য নলাকার পথ।
সমার্থক পথ: ভগ, যোনি।
ইংরেজি:
vagin