হিগস বোসন
পদ: বিশেষ্য
ঊর্ধবক্রমবাচকতা { অতি-পারমাণবিক কণা | কায়া | এককঅংশ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
ইংরেজি:
higgs boson

অর্থ: এক প্রকার বলবাহী অতিপারমাণবিক কণা। এই জাতীয় কণার ঘূর্ণন মান ০। কারণ, এই কণাকে সকল দিক থেকে একই রকম মনে হয়।

ব্যাখ্যা: মোট ছয় প্রকারের বোসন ভিতরে চারটি বিশেষ  ধরণের কণাকে দলগতভাবে হিগস বোসন কণা বলা হয়। ব্রিটিশ তাত্ত্বিক পদার্থ বিজ্ঞানী পিটার ওয়ার হিগস (Peter Ware Higgs) -এর নামানুসারে এই কণার নামকরণ করা হয়েছে। ২০১২ খ্রিষ্টাব্দের ৪ জুলাই সার্ন নামক গবেষণাকেন্দ্র থেকে এই কণা আবিষ্কারের ঘোষণা দেওয়া হয়েছিল। এবং তৎক্ষিণকভাবে বলা হয়, এই কণার ভর ১২৬ GeV

বিজ্ঞানীদের মতে- ভর আছে এমন যে কোনো কণার ভিতর হিগস বোসন আছে। ভরযুক্ত সকল বস্তুতে এর অবস্থান বলে- একে অনেক সময় 'ঈশ্বর কণা' বলা হয়।
ফোটন গ্র্যাভিটনের সাথে হিগস কণা থাকে না বলে, এই দুটি কণা ভরহীন হয়।