ফোটন
পদ: বিশেষ্য
ঊর্ধবক্রমবাচকতা { অতি-পারমাণবিক কণা | কায়া | এককঅংশ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
ইংরেজি:
photon

অর্থ: এক প্রকার অতিপারমাণবিক ভরহীন মৌলিক কণা। এই কণাতে
 হিগস বোসন কণা থাকে না বলে, ফোটনের কোনো ভর নেই। এই কণার ঘূর্ণ ১।  কিন্তু এই কণা বিদ্যুৎ-চুম্বকীয় বলের বাহক হিসেবে যখন ফোটন তরঙ্গাকারে প্রবাহিত হয়, তখন তা আলো হিসেবে বিবেচনা করা হয়। এই বিচারে ফোটনের সংজ্ঞা হতে পারে-
ফোটন এমন এক ধরনের একটি মৌলিক কণা, যা তড়িৎচুম্বক ক্রিয়ায় আলোক শক্তি হিসেবে প্রকাশিত হয়।

বিগব্যাং-এর ১ সেকেন্ড থেকে ১০ সেকেন্ডের ভিতর তাপমাত্রা ১০১০ কেলভিন থেকে ১০ কেলভিন-এ নেমে এসেছিল। এই পরিবেশে লেপ্ট এবং প্রতি লেপ্টনের ভিতরে সংঘর্ষ হয়। এই সংঘর্ষের পরে সামান্য কিছু লেপ্টন থেকে গেলেও বাকি কণা ফোটন কণায় পরিণত হয়।

          বিস্তারিত:
আলো [পদার্থবিজ্ঞান]