গ্রাভিটন
পদ: 
বিশেষ্য
ঊর্ধবক্রমবাচকতা
	{
	অতি-পারমাণবিক কণা | 
	কায়া | 
	এককঅংশ | 
	দৈহিক-লক্ষ্যবস্তু | 
	দৈহিক সত্তা |
	সত্তা |} 
ইংরেজি:
graviton
অর্থ: এক প্রকার
	কাল্পনিক বলবাহী
অতিপারমাণবিক কণা।  
বিজ্ঞানীরা মনে করেন, 
প্রকৃতিতে দুই প্রকার মৌলিক কণা রয়েছে। এই কণা দুটি হলো- বস্তুকণা এবং বলবাহী কণাতে ভাগ করা যায়। 
যে কোন বল সঞ্চালিত হয় কোনো কণার উপর ভর করে। এই বিচারে মহাকর্ষ 
বহন করার জন্য একটি কণা থাকা আবশ্যক। যেমন 
বিদ্যুৎ-চুম্বকীয় বলের
 
বাহক 
ফোটন, 
সবল নিউক্লিয়ার বলের 
বাহক গ্লুয়োন  এবং
দুর্বল নিউক্লিয়ার বলের 
বাহক ডব্লিউ এবং জেড বোসন। কিন্তু 
মহাকর্ষের বাহক হিসেবে বিজ্ঞানীরা কোনো কণার 
সন্ধান পান নি। তাই বিজ্ঞানীরা মহাকর্ষ শক্তির বাহক হিসেবে 
গ্রাভিটন 
নামক কণা কল্পনা করেছেন। 
বিজ্ঞানীরা মনে করেন যে, 
গ্রাভিটনের ঘূর্ণ 
মান ২।  
অর্থাৎ ১৮০ ডিগ্রি ঘূর্ণের পর, দৃশ্যত আদি রূপ পাওয়া যায়। এই কণাতে 
হিগস বোসন কণা থাকে 
না। তাই ধরে নেওয়া হয়েছে যে, গ্রাভিটন ভরহীন। তবে শক্তিবহন করার ক্ষমতা আছে। এই 
শক্তির দ্বারা কণাসমূহের ভিতর আকর্ষণ ক্ষমতার সৃষ্টি হয়।