রাগ
ঠাট-কাঠামোকে অবলম্বন করে স্বরের নানারূপ বিন্যাসের ভিতর দিয়ে যখন পৃথকভাবে শনাক্ত করা যায় এমন সুরবিন্যাস।
ঊর্ধ্বক্রমবাচকতা { ঠাট | সুর | স্বর | সাঙ্গীতিক স্কেল | সঙ্গীতোপযোগী ধ্বনি | শ্রবণ যোগাযোগ | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা |}