ক্রমবিবর্তন
১৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দে
স্পের্ম্যাটোফাইট
থাক থেকে উৎপন্ন হয়েছিল
এন্জিয়োসফার্ম থাক
তথা সপুস্পক উদ্ভিদ। এরপর এই থাক থেকে উৎপন্ন হয়েছিল
ইউডিকোটস থাকের উদ্ভিদ।
১২.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে
ইউডিকোটস থাক থেকে উদ্ভব
হয়েছিল কোর- ইউডিকোটস উদ্ভিদ এবং এই থাক থেকে উৎপন্ন হয়েছিল ৩টি পৃথক থাক।
এগুলো হলো-
ব্যাসাল এইউডিকোটস
কোর ইউডিকোটস। এই থাক থেকে উৎপন্ন হয়েছিল- সুপাররোসিডস
থাক।
বর্গ: ডুললেনিযালেস ও গুনেরালেস
১২ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে সুপাররোসিডস
থাক উৎপন্ন হয়েছিল চারটি থাক। এগুলো হলো
থাক:
বেরবেরিডোপ্সিডালেস
(Berberidopsidales)
থাক: সান্টালালেস
(Santalales)
থাক:
ক্যারিয়োফাইল্লালেস (Caryophyllales)
থাক: ল্যামিডস
(Lamiids)
থাক। এই থাক থেকে উৎপন্ন হয়েছিল -
জেনিশিয়ানেলেস বর্গের উদ্ভিদ।
জেনিশিয়ানেলেস থাক
থেকে উৎপন্ন হয়েছিল এ্যাপোসিনাসি গোত্রের উদ্ভিদ।