৪৫ বৎসর অতিক্রান্ত বয়স
নজরুল ইসলামের ৪৫ বৎসর অতিক্রান্ত বয়স শুরু হয়েছিল ১১ জ্যৈষ্ঠ ১৩৫১ বঙ্গাব্দ (মঙ্গলবার ২৫মে ১৯৪৪ খ্রিষ্টাব্দ) থেকে। শেষ হয়েছিল ১০ জ্যৈষ্ঠ ১৩৫২ বঙ্গাব্দ রবিবার ২৪ শে মে ১৯৪৫ খ্রিষ্টাব্দ)
 


২৫-৩১ মে ১৯৪৪ (১১-১৭ জ্যৈষ্ঠ ১৩৫)
নজরুলের ৪৫ বৎসর অতিক্রান্ত বয়সের শুরু থেকেই ধীরে ধীরে অসুস্থতা আরও তীব্রতর হয়ে উঠেছিল। তবে তাঁর চিকিৎসার জন্য তেমন বিশেষ ব্যবস্থা নেওয়া হয় নি।

জুন ১৯৪৪ (১ জ্যৈষ্ঠ-১৬ আষাঢ় ১৩৫)
নজরুলের শারীরিক অবস্থার উন্নতি হয় নি। তাঁর চিকিৎসার জন্য তেমন বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে জানা যায় না
এই মাসে রেকর্ডে প্রকাশিত গান

জুন ১৯৪৪ (১৭ আষাঢ়-১৫ শ্রাবণ ১৩৫)
নজরুলের শারীরিক অবস্থার উন্নতি হয় নি। তাঁর চিকিৎসার জন্য তেমন বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে জানা যায় না

৯ জুলাই (রবিবার ২৫ আষাঢ় ১৩৫০), সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ নজরুল ইসলাম দিবস পালন করে।

এই মাসে রেকর্ডে প্রকাশিত গান

আগষ্ট ১৯৪৪ (১৬ শ্রাবণ-১৫ ভাদ্র ১৩৫১)
এই মাসে নজরুল প্রায় ভাবনুভূতিহীন হয়ে পড়েছিলেন। নজরুলের অসুস্থতার জন্য বাংলা প্রাদেশিক সরকার, মাসিক দুই শত টাকা ভাতা প্রদানের প্রস্তাব মঞ্জুর করে।

এই মাসে রেকর্ডে প্রকাশিত গান

সেপ্টেম্বর ১৯৪৪ (১৬ ভাদ্র-১৪ আশ্বিন ১৩৫১)
নজরুলের শারীরিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।

এই মাসে রেকর্ডে প্রকাশিত গান

অক্টোবর ১৯৪৪ (১৫ আশ্বিন-১৪ কার্তিক ১৩৫১)
নজরুলের শারীরিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।

এই মাসে রেকর্ডে প্রকাশিত গান

এই মাসে পত্রিকায় প্রকাশিত রচনা

নভেম্বর ১৯৪৪ (১৫ কার্তিক- ১৪ অগ্রহায়ণ ১৩৫১)
নজরুলের শারীরিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।

এই মাসে রেকর্ডে প্রকাশিত গান

এই মাসে পত্রিকায় প্রকাশিত রচনা

ডিসেম্বর ১৯৪৪ (১৫ অগ্রহায়ণ-১৬ পৌষ ১৩৫১)
এই মাসে নজরুলের শারীরিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল। এই মাসে রেকর্ডে, পত্রিকা বা চলচ্চিত্রে নজরুলের কোনো রচনা প্রকাশিত হয় নি।

জানুয়ারি ১৯৪৫ (১৭ পৌষ-১৮ মাঘ ১৩৫১)
এই মাসে নজরুলের শারীরিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।

এই মাসে পত্রিকায় প্রকাশিত রচনা

ফেব্রুয়ারি ১৯৪৫ (১৯ মাঘ -১৬ ফাল্গুন ১৩৫১)
এই মাসে নজরুলের শারীরিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল। এই মাসে রেকর্ডে, পত্রিকা বা চলচ্চিত্রে নজরুলের কোনো রচনা প্রকাশিত হয় নি।
 

মার্চ ১৯৪৫ (১৭ ফাল্গুন-১৭ চৈত্র ১৩৫১)
এই মাসে নজরুলের শারীরিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।

এই মাসে নজরুলের আঠারতম কাব্যগ্রন্থ 'নতুন চাঁদ' প্রকাশিত হয়।

২ মার্চ (শুক্রবার ১৮ ফাল্গুন ১৩৫১), কলকাতার রূপবাণী প্রেক্ষাগৃহে- শৈলজানন্দ মুখোপাধ্যায়ের পরিচালিত ‌'অভিনয় নয়' নামক ছায়াছবি মুক্তি পায়। এই ছবিতে নজরুলের একটি গান ব্যবহার করা হয়েছিল।

এই ছায়াছবিতে ব্যবহৃত গানের তালিকা

এপ্রিল ১৯৪৫ (১৮ চৈত্র -১৭ বৈশাখ ১৩৫২)
এই মাসে নজরুলের শারীরিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।

২৭ এপ্রিল (শুক্রবার ১৪ বৈশাখ ১৩৫২), সরকার নজরুলের 'বিষের বাঁশী‌' কাব্যগরন্থের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়।

এই মাসে প্রকাশিত রেকর্ডের গান

১-২৪ মে ১৯৪৫  (১৮বৈশাখ -১০ জ্যৈষ্ঠ বৈশাখ ১৩৫২)
এই মাসে নজরুলের শারীরিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।

এই মাসের ১৫ তারিখে (মঙ্গলবার ১ জ্যৈষ্ঠ ১৩৫২), নজরুলের বিষের বাঁশী কাব্যগ্রন্থের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। প্রকাশক: নূর লাইব্রেরি ২১/১ সারেং লেন, তালতলা কলকাতা।