কাহারবা তালে নিবদ্ধ নজরুলসঙ্গীতের তালিকা
কাহারবা তালের পরিচিতি
- অনেক ছিল বলার যদি সেদিন ভালোবাসতে গো
- আমারে চোখ ইশারায় ডাক দিলে হায় কে গো
দরদী
- আমি প–রব দেশের পূরনারী
- আমি যার নূপুরের ছন্দ [
তথ্য]
- আসিয়া কাছে গেলে ফিরে
- উতল হল শান্ত্ম আকাশ তোমার কলগীতে
- উপল নুড়ির কাঁকন চুড়ি বাজে [তথ্য]
- এত জল ও কাজল চোখে পাষানী আনলে বল কে
- এলে তুমি কে কে ওগো
- এসো প্রিয় মন রাঙায়ে [গান-১৬] [তথ্য]
- ও কূল ভাঙ্গা নদীরে আমার চোখের নীর
এনেছি
- কত নিদ্রা যাও রে কন্যা [
তথ্য]
- কত ফুল তুমি পথে ফেলে দাও [গান-২] [
তথ্য]
- কুঁচবরণ কন্যা রে তার [গান-৮ [
তথ্য]
- কে বিদেশী বন উদাসি
- কেন
আসিলে ভালোবাসিলে [গান-১] [
তথ্য]
- কেন মনোবনে মালতী বল্লরী দোলে [গান-৪]
[ তথ্য]
- খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট
শিশু আনমনে [গান-৬১১] [তথ্য
]
- খোদার প্রেমের শরাব পিয়ে বেহুশ হয়ে রই
পড়ে
- তব গানের ভাষায় সুরে বুঝেছি [গান -১৪] [তথ্য]
- তুই জগৎ-জননী শ্যামা (জগৎ-জননী শ্যামা )
[তথ্য]
- তুমি জগত জননী শ্যামা আমি কি মা জগত
ছাড়া
- তুমি যদি রাধা হতে শ্যাম
- তৌহিদেরই বান ডেকেছে সাহারা মরম্নর
দেশে
- দিতে এলে ফুল হে প্রিয় কে আজি সমাধিতে
মোর
- প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন
রঙীন পাখা
- বন বিহঙ্গ যাও রে উড়ে মেঘনা নদীর পাড়ে
- বন্ধু পথ চেয়ে চেয়ে [
তথ্য]
-
বাজলো কি রে ভোরের সানাই [গান-৭] [তথ্য]
- বেদিয়া বেদিনী ছুটে আয় আয় আয়
- বৈকালী সুরে গাও চৈতালী গান
- ব্রজ গোপী খেলে হোরী
-
ভেসে আসে সুদূর স্মৃতির সুরভি [গান-১১] [তথ্য]
- ভোরে স্বপনে কে তুমি দিয়ে দেখা লুকালে
সহসা
- মম মায়াময় স্বপনে কার বাশী বাজে গোপনে
- মনের রঙ লেগেছে বনের পলাশ জবা অশোকে
- মেঘলা নিশি ভোরে মন যে কেমন করে
- মোর প্রথম মনের মুকুল ঝরে গেল হায় মনে
-
মোরা আর জনমের হংসমিথুন ছিলাম [গান-১৩] [তথ্য]
- যখন আমার গান ফুরাবে তখন এসো
ফিরে
- যাই গো চলে যাই না দেখা লোকে
- শুকনো পাতার নুপুর পায়ে
- সই পলাশ বনে রঙ ছড়ালো কে?
- সাধ জাগে মনে পর জীবনে
- সাপুড়িয়া রে বাজাও বাজাও সাপ খেলানোর
বাশী
- সাহারাতে ফুটল রে রঙীন গুলে লালা
২।২
মাত্রা ছন্দের কাহারবা
শাওন রাতে যদি স্মরণ আসে মোরে [গান-১০] [তথ্য]