গ্রিনল্যান্ড ক্র্যাটন
Greenland Craton

একটি ক্র্যাটন বিশেষ। বর্তমান গ্রিনল্যান্ড এই ক্র্যাটনের উপর অবস্থিত। আর্কিয়ান কালের শুরু দিকে ৩৯৬-৩৯৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দের প্রাথমিকভাবে ক্র্যাটনের সূচনা হয়েছিল। ৩৮০-৩৭০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই ক্র্যাটনের ভিত্তি প্রস্তর সুদৃঢ় দশায় পৌঁছেছিল। এই সময় এর দক্ষিণ পশ্চিম গ্রিনল্যান্ডের ইসুয়া গ্রিনস্টোন বেল্ট তৈরি হয়েছিল। ২০০-১৭০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে কানাডিয়ান হেয়র্ন এবং রেই ক্র্যাটন স্ল্যাভওয়াইয়োমিং,  সুপিরিয়র ক্র্যাটনের কেন্দ্রে চলে এসেছিল। সব মিলিয়ে সৃষ্টি হয়েছিল কানাডিয়ান ঢাল-ভূখণ্ড। পরে এ সকল ক্র্যাটনের সাথে অন্যান্য ক্র্যাটনের সম্মেলনে সৃষ্টি হয়েছিল লাউরেনশিয়া মহাদেশ

ক্রেটাসিয়াস অধিযুগ (১৪.৫৪-৬.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দ) এই সময় পর্যন্ত এই ক্র্যাটনটি কানাডিয়ান ঢালভূখণ্ডের অংশ হিসেবেই ছিল। ১৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে গ্রিনল্যান্ড ক্র্যাটন থেকে, বাফিন দ্বীপ পৃথক হয়ে যায়। এর ফলে বাফিন সাগরের উৎপত্তি হয়। ৬.৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দে উত্তর আমেররিকা থেকে গ্রিনল্যান্ড ক্র্যাটন পৃথক হয়ে যায়। এর ফলে সৃষ্টি হয় ল্যাব্রাডোর সাগর।