আভীরী
ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে
রাগ বিশেষ।
খ্রিষ্টীয় পঞ্চম শতাব্দীতে
যাষ্টিক এই রাগটিকে
পঞ্চম
ও মালবকৈশিক
গ্রাম রাগের দুটি স্বতন্ত্র ভাষারাগ হিসেবে উল্লেখ করেছীলেন। বৃহদ্দেশী গ্রন্থে
যাষ্টিকের মত অনুসারে এই বিবরণ লিপিবদ্ধ করা হয়েছে।
আঞ্চলিক গান হিসেবে একে বলা হয়েছে দেশাখ্য রাগ।
বৃহদ্দেশীতে [পৃষ্ঠা: ২০৯] বর্ণিত মালবকৈশিক গ্রামারাগের
অন্তর্গত ভাষা রাগের পরিচয় দেওয়া হলো।
গ্রাম:
মধ্যমগ্রাম
গ্রামরাগ:
মালবকৈশিক
রাগ প্রকৃতি:
ভাষা (গীত)
জাতি: সম্পূর্ণ -সম্পূর্ণ [কাকালী নিষাদ ও অন্তরগান্ধার
যুক্ত হতো]
গ্রহস্বর: ষড়্জ
ন্যাস স্বর:
ষড়্জ

তথ্যসূত্র:
- বৃহদ্দেশী। মতঙ্গ। সম্পাদনা রাজ্যেশ্বর মিত্র। বিশ্বভারতী, কলকাতা। পৃষ্ঠা
২০৯ ।