হেমকল্যাণ
সমনাম : আনন্দী দুর্গা

উত্তর
ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে বিলাবল ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। এই রাগে শুদ্ধ কল্যাণ, কেদার, কামোদ মালুহাকেদার -এর ছায়া পাওয়া যায়। মধ্য ও তারসপ্তকে এর বিস্তার বেশি হয়।

    আরোহণ:  সপ্‌ধ্‌প্, সরস, সসমমপ, পধপর্স

    অবরোহণ : র্স প ধ প, গ মপ, গ, র স

    ঠাট : বিলাবল

    জাতি : ষাড়ব-ষাড়ব (নিষাদ বর্জিত)।

    বাদীস্বর : পঞ্চম

    সমবাদী স্বর : ষড়্‌জ

    অঙ্গ :  উত্তর্বাঙ্গ।

    সময় : রাত্রি দ্বিতীয় প্রহর।
    পকড় : সপ্‌ধ্‌প্‌, সরস, মগ, প, ম. গমর, স।


সূত্র :

উচ্চাঙ্গ ক্রিয়াত্মক সঙ্গীত। শক্তিপদ ভট্টাচার্য। নাথ ব্রাদার্স।  ২২ সেপ্টেম্বর ১৯৮৭।