উত্তর ভারতীয় সঙ্গীত শাস্ত্রে বর্ণিত
খাম্বাজ
ঠাট-এর একটি রাগ বিশেষ। রাগ কলাবতী
এবং
রাগেশ্রী'র সংমিশ্রণে এই রাগটি তৈরি করেছিলেন
পণ্ডিত ভীমসেন যোশী।
এই রাগের আরোহ কলাবতীর মতো।
অনেক সময় আরোহণে কোমল নিষাদ আন্দোলিত করে তারার ঋষভকে থুতু হয়। কিন্তু অবরোহণে প গ প গ র ণ্ স। এই রাগে ঋষভে দাঁড়ায় তারপর ণ্ স ব্যবহার কলাবতী থেকে
এই রাগকে পৃথক করে দেয়। কেউ কেউ এই রাগের অবরোহণে মধ্যম ব্যহার করে থাকেন। তখন রাগটির
প্রকৃতি শান্ত।