কৌশিক
অন্যান্য নাম কৌশী, কোঁশী

উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে একটি অপ্রচলিত রাগ। সঙ্গীত সার-সংগ্রহে আদি ২০টি রাগের ভিতরে এই রাগের নাম পাওয়া যায়। এই রাগে মালকোষের রূপ অধিক পাওয়া যায়। এত পঞ্চম ব্যবহারের ফলে মালকোষের রূপ থেকে পৃথক রূপ লাভ করে। তবে এতে পঞ্চম ব্যবহারের ফলে ধানশ্রীর রূপ ফুটে ওঠে।

এই রাগের সাথে কানাড়া অঙ্গের সংমিশ্রণে সৃষ্টি হয়েছে কৌশিক কানাড়া।

আরোহণ : ণ্ স, জ্ঞ, ম, ম, দ, ণ, র্স
অবরোহণ: র্স ণ দ ম, প, প ম, জ্ঞ র স
ঠাট: আশাবরী মতান্তরে: কাফি
জাতি: ষাড়ব-সম্পূর্ণ।
বাদীস্বর: মধ্যম
সমবাদী স্বর: ষড়্‌জ
অঙ্গ:  পূর্বাঙ্গ।
সময়: মধ্য রাত।
পকড় : জ্ঞম দম, প, জ্ঞমরস।

এই রাগটি বাংলা গানে প্রায় বিরল। কাজী নজরুল ইসলাম এই রাগে গান রচনা করেছিলেন। গানটি হলো- 'শ্মশানে জাগিছে শ্যামা'। গানটির স্বরলিপি প্রকাশিত হয়েছিল ভারতবর্ষ পত্রিকার শ্রাবণ ১৩৪৫ সংখ্যায় [পৃষ্ঠা ২০৩-২০৪]। স্বরলিপি করেছিলেন জগৎ ঘটক। ওই পত্রিকায় প্রকাশিত স্বরলিপির শেষে [পৃষ ২০৪], স্বরলিপিকার এই রাগটির বিশেষ পরিচয় দিয়েছেন।


তথ্যসূত্র:
উচ্চাঙ্গ ক্রিয়াত্মক সঙ্গীত। শক্তিপদ ভট্টাচার্য। নাথ ব্রাদার্স।  ২২ সেপ্টেম্বর ১৯৮৭।