তানোদ্ভবা
ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে ভাষারাগ বিশেষ।

খ্রিষ্টীয় পঞ্চম শতাব্দীতে যাষ্টিক এই রাগটিকে পঞ্চমের ভাষারাগ হিসেবে উল্লেখ করেছিলেন।  বৃহদ্দেশী যাষ্টিকের উদ্ধৃতিতে এই রাগের যে বিবরণ দিয়েছেন, তা হলো- মধ্যম ধৈবত ও মধ্যম পঞ্চমের স্বরসংবাদ হয়। এই রাগে ঋষভের প্রয়োগ দুর্বল। যদি এই স্বরটি বাদ দেওয়া হয়, তাহলে রাগটি ষাড়ব জাতির রাগে পরিণত হয়।
গ্রাম: মধ্যমগ্রাম
গ্রামরাগ: পঞ্চম
রাগ প্রকৃতি: ভাষা (গীত)
জাতি: সম্পূর্ণ -সম্পূর্ণ। ঋষভ বর্জিত হলে- ষাড়ব-ষাড়ব হয়।
অংশস্বর: পঞ্চম
গ্রহস্বর: পঞ্চম
ন্যাস স্বর: পঞ্চম


তথ্যসূত্র: