বেদ [ঋষি]
ঊর্ধ্বক্রমবাচকতা
{ঋষি
|
হিন্দু পৌরাণিক সত্তা
|
ভারতীয় পৌরাণিক সত্তা |
পৌরাণিক সত্তা |
কাল্পনিক সত্তা |
কল্পনা |
সৃজনশীলতা |
কর্মক্ষমতা
|
জ্ঞান |
মনস্তাত্ত্বিক ঘটনা |
বিমূর্তন
|
বিমূর্ত-সত্তা
|
সত্তা
|}
হিন্দু পৌরাণিক কাহিনি মতে-
জনৈক ঋষি।
ইনি
আয়োধধৌম
নামক ঋষির শিষ্য ছিলেন।
গুরুর কাছে অশেষ দুঃখ যাতনা ভোগ করে,
তিনি জ্ঞান লাভ
করেন।
পরে গুরুর কাছ থেকে বিদায় নিয়ে নিজ বাসভূমিতে ফিরে আসেন
এবং
নিজে একটি আশ্রম তৈরি করেন। তিনি নিজে গুরুগৃহে অশেষ দুঃখ পেয়েছিলেন বলে,
তাঁর শিষ্যদেরকে
কোন কষ্ট দিতেন না।
[সূত্র: মহাভারত। আদিপর্ব।
তৃতীয় অধ্যায়। ]
এঁর শিষ্যদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন উতঙ্ক।