আয়োধধৌম্য
ঊর্ধ্বক্রমবাচকতা {ঋষি |  হিন্দু পৌরাণিক সত্তা | ভারতীয় পৌরাণিক সত্তা | পৌরাণিক সত্তা | কাল্পনিক সত্তা | কল্পনা | সৃজনশীলতা | কর্মক্ষমতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন  | বিমূর্ত-সত্ত | সত্তা |}

 

হিন্দু পৌরাণিক কাহিনি মতে জনৈক ঋষি বিশেষ।

এঁর তিনটি শিষ্য ছিল। এদের নাম ছিল- উপমন্যু, আরুণি (উদ্দালক) ও বেদ। এই ঋষি তাঁর শিষ্যদের অশেষ যন্ত্রণা দিয়ে পরীক্ষা করতেন। এদের ভিতরে পাঞ্চালদেশীয় উপমন্যু  নামক শিষ্যের প্রতি তাঁর আচরণ ছিল অত্যন্ত নিষ্ঠুর। পরে এই আচরণের সূত্রে অশ্বিনীকুমারের  অভিশাপে এঁর দাঁত লৌহময় হয়।
    [সূত্র:
মহাভারত। আদিপর্ব। তৃতীয় অধ্যায়। ]