উদ্দালক
ঊর্ধ্বক্রমবাচকতা {ঋষি |  হিন্দু পৌরাণিক সত্তা | ভারতীয় পৌরাণিক সত্তা | পৌরাণিক সত্তা | কাল্পনিক সত্তা | কল্পনা | সৃজনশীলতা | কর্মক্ষমতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন  | বিমূর্ত-সত্ত | সত্তা |}


হিন্দু পৌরাণিক কাহিনি ঋষি বিশেষ। এঁর দেশ ছিল পাঞ্চাল। এঁর প্রকৃত নাম আরুণি। পরে শিক্ষাগুরুর কাছ থেকে উদ্দালক নামপ্রাপ্ত হন।

 

তিনি আয়োধধৌম্য নামক ঋষির শিষ্য ছিলেন। গুরুগৃহে থাকার সময়, একবার গুরু তাঁকে ক্ষেতের আইল বাঁধার নির্দেশ দেন। বহু চেষ্টা করেও তিনি এই কাজে সফল হতে না পেরে, আইল বরাবর নিজের দেহ স্থাপন করে, ক্ষেতের জল রোধ করেন। পরে আয়োধধৌম্য আরুণিকে দীর্ঘক্ষণ না দেখে, ক্ষেতের কাছে এসে আরুণির নাম ধরে ডাকতে থাকেন। আরুণি গুরুর ডাক শুনে মাটি থেকে উঠে, গুরুর সামনে আসেন এবং সমুদয় ঘটনা বলেন। আয়োধধৌম্য আরুণির প্রতি সন্তুষ্ট হয়ে বেদ ও সকল ধর্মশাস্ত্র প্রদান করেন। আইল থেকে উত্থিত হয়ে নিজেকে প্রকাশ করেছিলেন বলে, তাঁর নামকরণ করেন উদ্দালক।
        [সূত্র: মহাভারত। আদিপর্ব্ব। আয়োধধৌম্য ও আরুণিবৃত্তান্ত]

পরে তিনি গুরুর কাছ থেকে বিদায় নিয়ে, দেশে ফিরে আসেন। এখানে ইনি আশ্রম গড়ে তোলেন এবং বিবাহ করেন। এঁর শ্বেতকেতু নামে একটি পুত্র এবং সুজাতা নামক একটি কন্যা ছিল। এই কন্যাকে ইনি তাঁর শিষ্য কহোড়ের সাথে বিবাহ দেন।