হেমা
বানান বিশ্লেষণ: হ্+এ+ম্+আ
উচ্চারণ:
ɦe.ma (হে.মা
)

শব্দ-উৎস: हेमा (হেমা)>বাংলা হেমা।
পদ: বিশেষ্য

ঊর্ধ্বক্রমবাচকতা { অপ্সরা | হিন্দু পৌরাণিক সত্তা | ভারতীয় পৌরাণিক সত্তা | পৌরাণিক সত্তা | কাল্পনিক সত্তা | কল্পনা | সৃজনশীলতা | কর্মক্ষমতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন  | বিমূর্ত-সত্ত | সত্তা |}


হিন্দু পৌরাণিক কাহিনি মতে অপ্সরা বিশেষ এঁর গর্ভে এবং ময়দানবের ঔরসে রাবণের স্ত্রী মন্দোদরীর জন্ম হয় ময়দানব হেমার প্রতি আসক্ত হওয়ায় ইন্দ্র তাঁকে বজ্রাঘাতে হত্যা করেন ময়দানবের মৃত্যুর পর তাঁর আশ্চর্যপুরীর অধিকারিণী হন হেমা