জরা
হিন্দু পৌরাণিক কাহিনি এই নামে
দুটি চরিত্র পাওয়া যায়।
১. ঊর্ধ্বক্রমবাচকতা { শিকারী | হিন্দু পৌরাণিক সত্তা | ভারতীয় পৌরাণিক সত্তা | পৌরাণিক সত্তা | কাল্পনিক সত্তা | কল্পনা | সৃজনশীলতা | কর্মক্ষমতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা |}
জনৈক শিকারী। যদুবংশ ধ্বংসের পর, গাছের নিচে কৃষ্ণ যখন মৌনভাবে অবস্থান করছিলেন, সে সময় এই শিকারী হরিণ মনে করে কৃষ্ণের পায়ে শরবিদ্ধ করে। এর ফলে কৃষ্ণের মৃত্যু হয়।
২. ঊর্ধ্বক্রমবাচকতা { রাক্ষস | হিন্দু পৌরাণিক সত্তা | ভারতীয় পৌরাণিক সত্তা | পৌরাণিক সত্তা | কাল্পনিক সত্তা | কল্পনা | সৃজনশীলতা | কর্মক্ষমতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা |}
দৈব শক্তির অধিকারী রাক্ষসী বিশেষ। এই রাক্ষসী জরাসন্ধের জন্মকালে তাঁর বিচ্ছিন্ন অর্ধশরীর যুক্ত করে, জরাসন্ধকে জীবিত করেছিলেন। জরা প্রতি গৃহে ঘুরে বেড়াতেন বলে ব্রহ্মা এর নাম রেখেছিলেন গৃহদেবী। হিন্দু মতে- ভক্তিভরে গৃহদেবীকে কক্ষগাত্রে অঙ্কিত করে রাখলে গৃহস্বামীর শ্রীবৃদ্ধি হয়। এই রাক্ষসীই ষষ্ঠী নামে খ্যাত।