ত্রিশিরা
পদ : বিশেষ্য
হিন্দু মতে এই নামে একাধিক চরিত্র রয়েছে। যেমন-

১.ঊর্ধ্বক্রমবাচকতা { রাক্ষস | হিন্দু পৌরাণিক সত্তা | ভারতীয় পৌরাণিক সত্তা | পৌরাণিক সত্তা | কাল্পনিক সত্তা | কল্পনা | সৃজনশীলতা | কর্মক্ষমতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন  | বিমূর্ত-সত্ত | সত্তা |}


১.১. রাবণের দণ্ডকারণ্যে নিয়োজিত সেনাবাহিনীর জনৈক সেনাপতি এই অঞ্চলের প্রধান সেনাপতি ছিলেন খর রাবণ শূর্পনখার নিরাপত্তার জন্য খরের অধীনে এই সেনাবাহিনী নিয়োজিত করেন দণ্ডকারণ্যে শূর্পনখা'র নাসিকা-কর্ণচ্ছেদের পর খর রাম-লক্ষ্মণকে হত্যা করার জন্য ত্রিশরাকে পাঠান তিনি তাঁর অধীনস্ত সকল সৈন্যসহ রামের হাতে নিহত হন
১.২. রাবণের একটি পুত্রের নাম এঁর তিনটি মুণ্ডু ছিল লঙ্কা-যুদ্ধের সময় কুম্ভকর্ণের মৃত্যুর পর ইনি এবং এঁর অপর তিন ভাই দেবান্তক, নরান্তক ও মহোদরের সাথে রামের বিরুদ্ধে যুদ্ধের জন্য যুদ্ধক্ষেত্রে যান যুদ্ধক্ষেত্রে হনুমান প্রথমে তাঁকে চপেটাঘাতে ভূপাতিত করেন পরে খড়্গ কেড়ে নিয়ে তাঁর তিনটি মাথা কেটে ফেলে হত্যা করেন

১.৩.  কুবেরের অপর নাম ছিল ত্রিশিরা

. ঊর্ধ্বক্রমবাচকতা { ঋষি | হিন্দু পৌরাণিক সত্তা | ভারতীয় পৌরাণিক সত্তা | পৌরাণিক সত্তা | কাল্পনিক সত্তা | কল্পনা | সৃজনশীলতা | কর্মক্ষমতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন  | বিমূর্ত-সত্ত | সত্তা |}

২.১ ত্বষ্টা নামক প্রজাপতি
'র পুত্র ত্বষ্টা ইন্দ্রের ক্ষতি করার এই পুত্রের জন্ম দেন এঁর সূর্য, চন্দ্র, অগ্নির ন্যায় তিনটি মুখ ছিল ইনি এক মুখে বেদ অধ্যায়ন করতেন, এক মুখে সুরাপান করতেন, অপর মুখে সর্বগ্রাসী দৃষ্টিতে সব কিছু নিরীক্ষণ করতেন ইনি ইন্দ্রত্ব লাভের জন্য কঠোর তপস্যা শুরু করেন ইন্দ্র এতে ভয় পেয়ে ত্রিশিরার তপস্যা ভঙ্গ করার জন্য বহু অপ্সরাকে পাঠান সকল অপ্সরা ব্যর্থ হয়ে ফিরে এলে- ইন্দ্র ত্রিশিরার প্রতি বজ্র নিক্ষেপ করেন এর ফলে ত্রিশিরা নিহত হলেও তাঁর মস্তক জীবিতই থেকে যায়। এবং এই মস্তকত্রয়ের তপঃপ্রভাবে ইন্দ্র ভয় পেয়ে যান। এই সময় একজন সূত্রধর ত্রিশিরার পতিত দেহের কাছে উপস্থিত হন। ইন্দ্র নানাভাবে প্রলোভিত করে, সুত্রধরকে বশীভূত করেন। পরে সূত্রে ইন্দ্রের নির্দেশে তিনটি মাথা কেটে ফেলেন এই তিন মাথার একটি হতে চাতকপাখির দল, দ্বিতীয় মাথা হতে শ্যেনপাখির দল, তৃতীয় মাথা থেকে তিত্তিরপাখির দল নির্গত হয়