অকথা-কুকথা
বানান্ বিশ্লেষণ :অ-ক্+অ+থ্+আ-ক্+উ+ক্+অ+থ্+আ
উচ্চারণ:
ɔ.kɔ.ʰa (অ.ক.থা)+ ku.kɔ.ʰa (কু.ক.থা)
শব্দ-উৎস:

রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য

ঊর্ধ্বক্রমবাচকতা {অকথ্যকথন | বচন | শ্রবণ যোগাযোগ | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা | }
অর্থ:  যা বলার অযোগ্য এবং মন্দ কথা। এই অর্থে কুকথা। একই অর্থে- খারাপ কথা, গালমন্দ, গালি, গালাগালি।

সমার্থক শব্দাবলি: অকথন, অকথা, অকথা-কুকথা, কুকথা, গর্হিত বাক্য, খারাপ কথা